Some Important Website

বাংলা প্রয়োজনীয় ওয়েবসাইট সমুহ

Thursday, August 11, 2016

২৫।১২৫ টি পৃথিবীর জানা - অজানা মজার তথ্য ও অবাক করা ঘটনা তথ্য ...............।


"level" শব্দটির অক্ষর গুলো উল্টে দিলেওতা একই থাকবে!! "গ্রহরাজ" হিসেবে পরিচিত "বৃহস্পতি"গ্রহটি পৃথিবীর চেয়ে ১৩০০ গুন বড়!!রিভার ডিপৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম নদী!! ২৪ ঘণ্টায় ছেলেরা গড়পড়তা ২০০০ শব্দএবং মেয়েরা গড়পড়তা ৫০০০ শব্দ ব্যাবহারকরে থাকে!! ৯৯% লোকই যখন তাদের পাসোয়ার্ডেরএকটি অক্ষর ভুল করে, তখুনি সে পুরো পাসোয়ার্ডব্যাকস্পেস দিয়ে ডিলিট করে ফেলে এবং পুনরায়টাইপ করে!! DELL কম্পিউটার কোম্পানির মালিক মাইকেল ডেলমাত্র ১৯ বছর বয়সে ১০০০ ডলার নিয়ে ব্যবসা শুরুকরেছিলেন!! E.Coli(ই.কলি)নামক ব্যাকটিরিয়ায় ডি.এন.এ.(DNA)এরদৈর্ঘ্য প্রায় ১.৫ কিমি। অগাস্ট মাসে জন্মহার অন্য সব মাসেরচেয়ে বেশি?? অর্থাৎ, বিশ্বে অগাস্ট মাসেইসবচেয়ে বেশি জন্মদিন পালন করা হয়!! অজগর একটি শিকারকে হত্যার পর সেটি পুরোটুকুগিলে ফেলে!! বাদ দেয় না এক কানাকড়ি অংশ!! অজগর সাপ একসাথে ১২টি - ৩৬টি ডিমপাড়তে পারে!! অজগর সাপ তার শিকারকে ছোবল বা বিষপ্রয়োগে মারে না!! বরং, সেই শিকারকে নিজেরশরীরদিয়ে পেঁচিয়ে ধরে জোরে জোরে চাপদেয়!! এক পর্যায়ে শিকারটি শ্বাসনিতে না পেরে মারা যায়!! অধিকাংশ লিপস্টিক তৈরিতে মাছের আঁশ ব্যাবহারকরা হয় অনলাইনে প্রতি মিনিটে পর্নো দেখে প্রায় ২০লাখ মানুষ!! অস্ট্রেলিয়াতে এক ধরনের কেঁচো পাওয়া যায়যা লম্বায় ১০ ফুট পর্যন্ত হতে পারে!! অস্ট্রেলিয়াতে বাচ্চারা সিগারেট কিনতে পারবে না!!কারণ এটা আইনবিরোধী!! কিন্তু সিগারেট খেতে/টানতে পারবে!! এতে কোনো বাধা নেই!! অ্যান্টার্কটিকাতে সবচেয়ে মোটা (প্রস্থে)বরফের টুকরাটি কতো মোটা জানেন?? ৩ মাইল!! আইসক্রিম সর্বপ্রথম চীনে তৈরী হয়েছিল, তাওখ্রীস্টের জন্মের ২০০০ বছর আগে। আপনার বয়স ১৮ বছরের বেশি হলে এবং আপনারওজন ৫০ কেজির বেশি হলে আপনি রক্তদানকর্মসূচীতে অংশ নিতে পারেন।। আপনার শরীরে যে পরিমান কার্বনআছে তা দিয়ে ৯০০০ পেন্সিল বানানো যাবে!! আপনি কি জানেন, একটি মাছির গড় আয়ু মাত্র ১৭ দিন। আপনি জানেন কি, ফ্রেন্স ফ্রাইের আসলজন্মস্থান ফ্রান্সে নয়, বরং বেলজিয়ামে?? আপনি জানেন কি, ভারতে অন্যযেকোনো দেশের চেয়ে বেশি সংখ্যকপোস্ট অফিস রয়েছে?? আপনি জানেন কি, সুইজারল্যান্ডেরমানুষরা বিশ্বে সবচেয়ে বেশি চকোলেট খায়??কতো বেশি জানেন?? গড়ে প্রতিজন খায়বছরে প্রায় ১০ কেজি করে!! আপনি যদি খুব বেশি পরিমাণ গাজর খান তবে আপনারগাঁয়ের রঙে কিছুটা পরিবর্তন চলে আসবে!! আফ্রিকা মহাদেশে অন্য যেকোনো প্রাণীরআক্রমনের চেয়ে জলহস্তীরআক্রমনে বছরে বেশি মানুষ মারা যায়!! আফ্রিকান সিসাডা মাছি (cicada fly) ১৭ বছরঘুমিয়ে কাটায়!! ঘুম ভাঙার পর এরা মাত্র ২ সপ্তাহবেঁচে থাকে!! সেই সময়ে এদের প্রধান কাজহলো বংশবৃদ্ধিতে অংশগ্রহন!! আমেরিকার ওকল্যান্ড ব্রীজ পৃথিবীর বৃহত্তমব্রীজ!! আমেরিকার নিউইয়র্কে বছরে ১,৬০০ লোকঅন্য মানুষের কামড়ে আহত হয়!! আমেরিকার নিউইয়র্কে কোনো উঁচুবিল্ডিং থেকে লাফিয়ে পড়ার শাস্তি হলো মৃত্যুদণ্ড!!(অর্থাৎ, কেউ লাফিয়ে পড়ে যদি বেঁচে যায়তবে তাকে সুস্থ করে বাঁচিয়ে তুলে এরপর আবারমেরে ফেলা হবে!!) আমেরিকারফ্লোরিডাতে আপনি যদি পার্কিং স্পটে কোনো হাতি বেঁধে রাখেন,তবে আপনাকে সেই হাতির জন্যপার্কিং ফি দিতে হবে!! আলবার্ট আইনস্টাইন ১৯৫২ সালে ইসরাইলেরপ্রেসিডেন্ট হবার অফার পান!! ইঁদুর আর ঘোড়া কখনো বমি করেনা!! ইংরেজি বর্ণমালায় সর্বাধিক ব্যাবহার করা বর্ণহলো "E" এবং সবচেয়ে কম ব্যাবহার করা বর্ণহলো "Q" এক ব্যাগ রক্ত দিতে সময় লাগে ৪৫ থেকে ৬০মিনিট।। একজন পরিণত মানুষের দেহে কোশেরসংখ্যা প্রায় ৭৫ ট্রিলিয়ন(৭৫×১০12) একজন মানব শিশু হাঁটা শেখার পূর্বে গড়ে ১৫০কিলোমিটারের মতো হামাগুড়ি দেয়! একজন মানুষ এর পক্ষে কখনই চোখখোলা রেখে হাঁচি দেয়া সম্ভব না!! একজন মানুষ কোনো খাবারনা খেয়ে বাঁচতে পারে এক মাস, কিন্তু পানি পাননা করলে এক সপ্তাহের বেশি বাঁচতে পারে না!! একটা মানুষের শরীরের সবটুকু রক্তখেয়ে ফেলতে কয়টি মশার প্রয়োজন জানেন??,২০০,০০০!! একটা হাতি ৩ মাইল দূর থেকে পানির গন্ধ পায়!! একটি জিরাফের বাচ্চা জন্মানোর সময় প্রায় ৫ ফিটউপর থেকে মাটিতে পড়ে, কিন্তু অধিকাংশ সময়ইএরা ব্যাথা পায় না বা আহত হয় না!! একটি ডিমে শুধু ভিটামিন সি বাদে অন্য সব প্রকারভিটামিন থাকে!! একটি মশার ওজন হতে পারে ২.৫ মিলিগ্রাম অর্থাৎ০.০০২৫ গ্রাম! কলা এবং সবুজ আপেল ওজন কমাতে সাহায্য করে!! কানাডায় যেই পরিমাণ লেক আছে, সমগ্রপৃথিবীতে একত্রেও সেই পরিমাণ লেক নেই।। কিং কোবড়া পৃথিবীর একমাত্র সাপ যে বাসা বাধে। গবেষণায় দেখা গেছে, জীবিত মানুষদেরমধ্যে ২৫% লোকেরজীবনে কোনো না কোনো সময়ে রক্তেরপ্রয়োজন হয়।। গোল্ড ফিস ৩ সেকেন্ডের জন্যে তারস্মৃতিশক্তি ধরে রাখতে পারে । ঘোড়ার লেজ কাটা পড়লে সেটা মারা যায়!! চিতা হল স্থল প্রাণীদেরমধ্যে সবচেয়ে দ্রুতগতির প্রাণী!! এটা ঘণ্টায় ১২০কিলোমিটার গতিতে দৌড়াতে পারে!! আর মাত্র ৩সেকেন্ডে এটা শূন্য থেকে ঘণ্টায় ১০০কিলোমিটারগতি তুলতে পারে যা প্রাণিজগতে অদ্বিতীয়!! জাপানের মোট স্থলভাগের ৭০% এরবেশি হলো পাহাড়!! এর মধ্যে আছে ২০০ এরবেশি আগ্নেয়গিরি!! জিরাফের লম্বা গলায় মোট ৭টি হাড় আছে। টাইগার শার্ক (হাঙরের একটি প্রজাতি) এরবাচ্চারা মায়ের পেটে থাকাকালীন অবস্থায়একে অপরের সাথে মারামারি শুরু করে।।যেটা বেঁচে থাকে সেটা জন্ম নেয়।।অন্যটা পেটেই মারা যায়!! থাইল্যান্ডে গাড়ি চালানোর জন্য অবশ্যইআপনাকে শার্ট পড়তে হবে!! অর্থাৎ,আপনি খালি গায়ে গাড়ি চালাতে পারবেন না!! দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ধাতুর স্বল্পতার কারনে,ঐ সময়ের অস্কারের খেতাব স্বরূপ মূর্তিটি কাঠেরতৈরি ছিল!! নারহোয়েল (Narwhal) এক প্রকার তিমি মাছ। যারদাঁত ৮ ফিট লম্বা হয়ে থাকে। নীল তিমি সবচেয়ে বড় প্রাণী। এর ওজন গড়পড়তা ১২৫ টন হয়ে থাকে। যা প্রায় ১৮০০ জনমানুষের ওজনের যোগফল। পাখিদের খাদ্য গেলার জন্য অভিকর্ষজ বলেরপ্রয়োজন হয়?? অর্থাৎ,কোনো পাখিকে যদি চাঁদে নিয়ে খাবারখেতে দেয়া হয় তবে সেটি খাবারগিলতে পারবে না!! পানি ছাড়া কে বেশি দিন বেঁচে থাকবে?? মরুরজাহাজ খ্যাত উট?? নাকি বই কাটার ওস্তাদ ইঁদুর??জানি অনেকেই ভুল করবেন।। কিন্তুসত্যি হলো পানি ছাড়া একটি ইঁদুর, একটি উটেরচেয়ে বেশীদিন বেঁচে থাকে!! পিঁপড়েরা তাদের দেহের ওজনের দশগুণবেশি ওজন বহন করতে পারে পৃথিবীতে মোট ৩০০০ এরও বেশি প্রজাতিরমশা আছে!! পৃথিবীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডকরা হয়েছিল ৩ সেপ্টেম্বর ১৯২২ সালে লিবিয়ারআল জিজিয়া নামক স্থানে।। সেখানে তাপ মাত্ররেকর্ড করা হয়েছিল ১৩৬,৪ ডিগ্রী ফারেনহাইটঅর্থাত ৫৮ ডিগ্রী সেলসিয়াস!! পৃথিবীর প্রথম নভোচারী কিন্তু মানুষ নয়,একটি কুকুর। পৃথিবীর মানুষের মোট ওজোন, পৃথিবীরপিপড়ার মোট ওজোনের সমান। পৃথিবীর মোট উৎপাদিত খেলনার মধ্যে ৭০% ইচীন তৈরি করে থাকে!! পৃথিবীর মোট জীবিত প্রানির ৮৫ ভাগইপানিতে বাস করে (সমুদ্রে)!! পৃথিবীর সব সাগরে যে পরিমাণ লবণআছে তা দিয়ে পৃথিবীকে ৫০০ ফুট পুরু লবণেরস্তূপ দিয়ে ঢেকে ফেলা যাবে!! পৃথিবীর সবচেয়ে দুর্লভ মৌলহলো "এস্তেতিন"!! সারা পৃথিবীতে মাত্র ২৮ গ্রামএস্তেতিন আছে!! পেঙ্গুইন মাটি/বরফ থেকে ৬ ফিট পর্যন্তলাফিয়ে উঠতে পারে!! প্রতি বছর ভারতে প্রায় ৩০০ মিলিয়ন ছবির টিকেটবিক্রি হয়ে থাকে!! প্রতি মিনিটে পুরো বিশ্বে ৬০০০ বা তার অধিকবারবজ্রপাত হয়!! প্রতিদিন বিশ্বের প্রায় ৮২০০ মানুষ এইডসে (HIVভাইরাস) আক্রান্ত হচ্ছে!! প্রতিদিন মানুষ ২.৯ পাউন্ড পানি/তরল গ্রহনকরে (সকল প্রকার তরল মিলিয়ে)!! প্রতিদিন মানুষ ৩.২৫ পাউন্ড খাদ্য গ্রহন করে!! প্রতিদিন মানুষ ঘুমের মধ্যে ২৫ ২৬ বারনড়াচড়া করে!! প্রতিদিন মানুষের চুল ০.০৫ ইঞ্চি বৃদ্ধি পায়!! প্রতিদিন মানুষের নখ ০.০০০০৭ ইঞ্চি বৃদ্ধি পায়!! প্রতিদিন মানুষের ফুসফুস ২৩,০৪৫ বার শ্বাসপ্রশ্বাসিতকরে!! প্রতিদিন মানুষের রক্ত ১৬,৮০,০০০ মাইল প্রবাহিতহয়!! প্রতিদিন মানুষের হৃদপিন্ড ১,০৩,৬৮৯ বার স্পন্দিতহয়!! প্রতিদিন মানুষেরা শ্বাসপ্রশ্বাসের জন্য ৪৩৮ ঘনফুটবাতাস গ্রহন করে!! প্রাচীনকালে মিশরে মমি পুড়িয়ে আগুনতৈরি করা হতো?? কারণ, সেখানে কাঠেরসল্পতা ছিলো, কিন্তু মমির কোনও সল্পতা ছিলো না!! প্রাচীনকালে রোমান সৈন্যরা এক ধরনেরবিশেষ পোশাক পরত, এখন মেয়েদের কাছে ওইবিশেষ পোশাকটাই ব্যাপকভাবে জনপ্রিয়!!পোশাকটার নাম স্কার্ট!! বর্তমান সময়ে প্রতি ২ বিলিয়ন, আবারো জানাচ্ছি,প্রতি ২ বিলিয়নে মাত্র একজন মানুষ ১১৬বা তারচেয়ে বেশি বছর বেঁচে থাকে!! বাদুড়ের পায়ের হাড্ডি এতটাই নরম যে,এরা হাঁটতে পারে না!! বিড়ালের দেহের স্বাভাবিক তাপমাত্রা ১০০.৪ডিগ্রী ফারেনহাইট থেকে ১০২.৫ডিগ্রী ফারেনহাইট। বৃদ্ধি ও পরিস্ফুরনের সময়মানবদেহে প্রতি মিনিটে ৩০০ মিলিয়ন নতুন কোষউৎপন্ন হয়। বৃহত্তম ক্যাকটাস সাগুয়ারো(saguaro)প্রায়৬তলা বাড়ির সমান উঁচু। ব্রাজিলে বর্তমানে ৪ মিলিয়নেরওবেশি গাড়ি "গেসোহল" নামক জ্বালানি দিয়ে চলছে।।এই "গেসোহল" নামক জ্বালানীটি তৈরি হয় আখবা Sugarcane থেকে!! মানুষের ডি.এন.এ.(DNA)এর মোট দৈর্ঘ্যপৃথিবী থেকে সূর্যে ৭০বার যাতায়াতের সমান। মারলবোরো কোম্পানির প্রথম মালিক ফুসফুসক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন! মেয়েদের হার্ট(Heart) ছেলেদের হার্টেরচেয়ে দ্রুত স্পন্দিত হয়। যতক্ষণ পর্যন্ত কোনো খাবার আপনার মুখেরলালার সাথে না মিশে আপনি ততক্ষণ সেই খাবারেরস্বাদ উপভোগ করতে পারেন না!! যুক্তরাষ্টের ৭০ শতাংশ নাগরিক চাঁদে অবতরণেরঘটনাটি বিশ্বাস করে না!! রক্ত তৈরি করা যায় না।। এরমানে, কারো যদি রক্তলাগে তবে শুধুমাত্র একজন ইচ্ছুক ব্যাক্তিই পারেনঐ মানুষটিকে রক্ত দিয়ে সাহায্য করতে।। রক্তদানের পর যেটুকু রক্ত আপনি দিন তা পুনরায়আপনার শরীরে তৈরি হতে সময় নেয় মাত্র ২৪ ৪৮ঘণ্টা।। রঙ্গিন টেলিভিশন আবিস্কারের পরথেকে মানুষের সাদাকাল স্বপ্ন দেখার হারকমে গেছে!! রাবার ব্যান্ড ফ্রিজে রেখে দিলে বেশিদিনটিকে!! র্তমান বিশ্বে প্রায় ২ মিলিয়নেরও বেশি বাচ্চা HIVভাইরাস নিয়ে বেঁচে আছে!! শিম্পাঞ্জি অন্যান্য প্রাণীর চেয়ে (মানুষ ছাড়া)বেশী যন্ত্রপাতি ব্যবহার করতে পারে। শুধু মানুষ নয়, আয়না দেখে নিজেদেরচিনতে পারে আরো দুটো প্রানি,শিম্পাঞ্জি এবং ডলফিন!! শ্বেত ভালুক কোনোরকম বিশ্রামনা নিয়ে একটানা ৬০ মাইল পর্যন্ত সাতার কাটতে পারে! সিংহের গর্জন ৫ মাইল দূর থেকেওদিব্যি শোনা যায়। সুইজারল্যান্ডে শব্দ করে গাড়িরদরজা আটকানো বেআইনি!! সূর্য পৃথিবী থেকে ৩৩০৩৩০ গুন বড়!         ===>আজব, কিছু, তথ্য<===,
১) আপনি কি জানেন,পাখিদেরকখনোইকোনো ঘাম হয় না, এমনকি শতপরিশ্রমেও নয়.২) জলহস্তী জলে ডুবে থাকাঅবস্থাতেওদেখতে শুনতে ও নিশ্বাস গ্রহন ওত্যাগ করতেপারে ৷.৩) শামুকের দেহে শব্দ উৎপাদনকারীকোনঅঙ্গ থাকে না বলে এরা কোন শব্দতেরিকরতে পারে না ৷.৪) সাগরে বসবাসকারী সাপেরলেজ বৈঠারমতো চ্যাপ্টা থাকে,যেনো এরা খুবসহজেইচলাফেরা করতে পারে ৷.৫) রেগে গেলে গাধা পেছনের পাদুটোশুন্যে তুলে শত্রুকে লাথি মারে,সাবধানআপনি শত্রু হতে যাবেননা,তাছাড়া গাধারশত্রু হয়েই বা কি লাভ.৬)শিশুর কান্নায় চোখে কোন অশ্রুসৃষ্টি হয়না,কারন তখনো চোখে অশ্রুসৃষ্টিকারী কোষবাগ্রন্থিসমুহ তেমনভাবে গঠিত হয়নি ৷.৭)জন্মগ্রহনের কতদিন পর একটি শিশুরদাতউঠে সবাই বলতে পারবেন তাইনা,কিন্তুঅবাক করার বিষয় প্রতি ২০০০ জনশিশুরমধ্যে একজন দাত সহ জন্ম নেয় ৷.৮) বিশ্বের সব মহাদেশের নামেরআদ্যাক্ষরএবং শেষ অক্ষর একই AsiA.EuropE.AustraliA.AmericA. AntacticA.৯) পাইন ট্রি গাছের শিকড় ত্রিশমাইলপর্যন্ত লম্বা হতে পারে !!!.0) হাতি নিজের শুরে প্রায় দুইগ্যালনেরমতো পানি ধরে রাখতে পারে ৷
Share this article :

0 comments :

Contact Form

Name

Email *

Message *

 

About Author

Recent Comments