Some Important Website

বাংলা প্রয়োজনীয় ওয়েবসাইট সমুহ

Thursday, August 11, 2016

২৪।শুক্রবারের গুরুত্ব।


►► শুক্রবার দিনে প্রথম মানুষ হযরত আদম(আ) কে সৃষ্টি করা হয়েছে।।

►► এই দিনে হযরত আদম(আ) বেহেশতে স্থান দেয়া হয়েছে।।

►► এই দিনেই হযরত আদম(আ) পৃথিবীতে অবতরণ করেন।।

►► সপ্তাহের সাতটি দিনের মাঝে শুক্রবারই সে দিন যেদিন হযরত আদম(আ) মৃত্যুবরণ করেছিলেন।।

►► শুক্রবার দু'আ কবুলেরও দিন, তবে দুয়ায় নিষিদ্ধ/হারাম কিছু চাওয়া যাবে না।।

►► এই দিনেই হবে কিয়ামত।।

এটি এমন একটি দিন যেদিন আল্লাহ তায়ালা, পরম করুনাময় আমাদের সগীরা(ছোট) গুনাহসমূহ ক্ষমা করে দিয়ে থাকেন, শুধুমাত্র ঐ দিনেরই নয় বরং পুরো সপ্তাহের এবং সাথে অতিরিক্ত আরো তিন দিনের। সহীহ মুসলিমের হাদীসটি বর্ণিত হলঃ

আবু হুরায়রা (রা) হতে বর্ণিত, রাসুলুল্লাহ(সঃ) বলেন,

"যদি কেউ যথাযথভাবে ওযু (পবিত্রতা অর্জন) করল, এরপর জুমার নামাযে আসলো, মনোযোগের সাথে খুতবা শুনলো এবং নীরবতা পালন করে, তার ঐ শুক্রবার এবং পরবর্তী শুক্রবারের মধ্যবর্তী সকল ছোটোখাট গুনাহসমূহ ক্ষমা করে দেয়া হবে, সাথে অতিরিক্ত আরো তিনটি দিনেরও।" (মুসলিম)

(সুবহানাল্লাহ)

আল্লাহ আমাদের জানার এবং বুঝার তৌফিক দান করুন।। আমীন।।
Share this article :

0 comments :

Contact Form

Name

Email *

Message *

 

About Author

Recent Comments