BONDHON | বন্ধন LYRICS By Tahsan
বন্ধন সেতো হয়না পুরনো,
সম্পর্কগুলোর বয়স হয়না কোন
চাওয়া পাওয়াগুলো যায়না হারিয়ে,
অনুভূতি সেতো যায় না হারিয়ে
এক পা দুই পা করে পথ চলা,
নন্দিত পৃথিবীর পথ ধরে।
কিছু কিছু প্রিয়মুখ কিছু হাসি নিয়ে
আরো একটু বেশী চেয়েছি বেঁচে থাকতে
কিছু কিছু অবয়ব মায়া খুঁজে নিতে
মুহুর্তগুলো চোখ মেলে থাকে
চেনা কন্ঠের সেই চেনা ডাকে,
সবটুকু চেতনা কান পেতে থাকে
প্রতি মুহুর্তে তাই আজ স্বপ্ন সাজাই
ভালোবাসার স্পর্শ খুঁজে যাই।
অদৃশ্য সূতোয় বাধা পড়ে,
প্রতিমুহুর্তে তাই স্বপ্ন সাজাই
আর ভালোবাসার সংজ্ঞা খুঁজে যাই…
সম্পর্কগুলোর বয়স হয়না কোন
চাওয়া পাওয়াগুলো যায়না হারিয়ে,
অনুভূতি সেতো যায় না হারিয়ে
এক পা দুই পা করে পথ চলা,
নন্দিত পৃথিবীর পথ ধরে।
কিছু কিছু প্রিয়মুখ কিছু হাসি নিয়ে
আরো একটু বেশী চেয়েছি বেঁচে থাকতে
কিছু কিছু অবয়ব মায়া খুঁজে নিতে
মুহুর্তগুলো চোখ মেলে থাকে
চেনা কন্ঠের সেই চেনা ডাকে,
সবটুকু চেতনা কান পেতে থাকে
প্রতি মুহুর্তে তাই আজ স্বপ্ন সাজাই
ভালোবাসার স্পর্শ খুঁজে যাই।
অদৃশ্য সূতোয় বাধা পড়ে,
প্রতিমুহুর্তে তাই স্বপ্ন সাজাই
আর ভালোবাসার সংজ্ঞা খুঁজে যাই…
MEGHER PORE ALOR VIRE | মেঘের পরে আলোর ভীড়ে LYRICS BY TAHSAN
বুঝিনি এতটুকু তোমাকে
হারিয়েছিলাম স্বপ্নের ঘোরে
কতটা পথ ঘুরে এসেছি
তুমি বন্ধু আমার ছিলে পাশে
হারিয়েছিলাম স্বপ্নের ঘোরে
কতটা পথ ঘুরে এসেছি
তুমি বন্ধু আমার ছিলে পাশে
মেঘের পরে আলোর ভীড়ে
তুমি প্রথম চেয়েছিলে
বুঝিনি আমি তোমাকে দেখে
রেখেছ যে কত মায়া-প্রেম
তুমি প্রথম চেয়েছিলে
বুঝিনি আমি তোমাকে দেখে
রেখেছ যে কত মায়া-প্রেম
বুঝতে দাও নি কোন আমাকে
সাজিয়েছ যা হৃদয়ে
ছাঁয়া হয়ে ছিলে পাশে
বল কি করে যাব তোমায় রেখে..
সাজিয়েছ যা হৃদয়ে
ছাঁয়া হয়ে ছিলে পাশে
বল কি করে যাব তোমায় রেখে..
Keno hothath tumi ele | কেনো হঠাৎ তুমি এলে lyrics
বড়ো অবেলায় পেলাম তোমায়,
কেনো এখনই যাবে হারিয়ে?
কি করে বল রবো একেলা?
ফিরে দেখো আছি দাড়িয়ে,
দাড়িয়ে…
কেনো হঠাৎ তুমি এলে?
কেনো নয় তবে পুরোটা জুড়ে?
আজ পেয়েও হারানো যায়না মানা,
বাঁচার মানেটা রয়ে যাবে দূরে।
শুনছো কি তুমি আমাকে?
ছিলে আমার হয়ে পুরোটাই,
যাবে কোথায় রেখে আমায়?
এ পথচলায় তোমাকেই চাই(২)
কেনো হঠাৎ তুমি এলে?
কেনো নয় তবে পুরোটা জুড়ে?
আজ পেয়েও হারানো যায়না মানা,
বাঁচার মানেটা রয়ে যাবে দূরে।
তোমাকে ভেবে পৃথিবী আমার,
অদেখা তবু এঁকে যাই
আমার ভেতর শুধু তুমি
আরতো কিছুই পায়নি ঠাই(২)
কেনো হঠাৎ তুমি এলে?
কেনো নয় তবে পুরোটা জুড়ে?
আজ পেয়েও হারানো যায়না মানা,
বাঁচার মানেটা রয়ে যাবে দূরে।
কেনো এখনই যাবে হারিয়ে?
কি করে বল রবো একেলা?
ফিরে দেখো আছি দাড়িয়ে,
দাড়িয়ে…
কেনো হঠাৎ তুমি এলে?
কেনো নয় তবে পুরোটা জুড়ে?
আজ পেয়েও হারানো যায়না মানা,
বাঁচার মানেটা রয়ে যাবে দূরে।
শুনছো কি তুমি আমাকে?
ছিলে আমার হয়ে পুরোটাই,
যাবে কোথায় রেখে আমায়?
এ পথচলায় তোমাকেই চাই(২)
কেনো হঠাৎ তুমি এলে?
কেনো নয় তবে পুরোটা জুড়ে?
আজ পেয়েও হারানো যায়না মানা,
বাঁচার মানেটা রয়ে যাবে দূরে।
তোমাকে ভেবে পৃথিবী আমার,
অদেখা তবু এঁকে যাই
আমার ভেতর শুধু তুমি
আরতো কিছুই পায়নি ঠাই(২)
কেনো হঠাৎ তুমি এলে?
কেনো নয় তবে পুরোটা জুড়ে?
আজ পেয়েও হারানো যায়না মানা,
বাঁচার মানেটা রয়ে যাবে দূরে।
ঐ দূরের আকাশ আজ রঙিন হল বদলে যাওয়ার
নিয়মে,
তাই বদলে গেছে সব
ইচ্ছেগুলো সঙ্গী করে তোমাকে
দেখো উড়ছে দূরে কত রঙিন
ঘুড়ি উড়তে থাকা মিছিলে,
আর দেখছি তোমায় দু’চোখ
জুড়ে বন্দী তোমার মায়াতে
কত দূর, কত পথ একা একা ছুটে যাওয়া,
দিন শেষে পথের বাঁকে অবাক
হয়ে খুঁজে পাওয়া…তোমাকে ।
ঘুম ভেঙ্গে ওঠা ভোরের উদাস হাওয়া চোখ
মেলে তাকিয়ে,
ডানা মেলে ওড়া স্মৃতির ঘরে ফেরা তোমায়
জুড়ে হারিয়ে,
কত দূর, কত পথ একা একা ছুটে যাওয়া,
দিন শেষে পথের বাঁকে অবাক
হয়ে খুঁজে পাওয়া…তোমাকে।
অনেক অবুঝ চাওয়া তোমায়
ফিরে পাওয়া আঁধার কোথায় পালিয়ে,
মনের গহীন দ্বারে সময় কড়া নাড়ে…
আছো তুমি পাশে…
নিয়মে,
তাই বদলে গেছে সব
ইচ্ছেগুলো সঙ্গী করে তোমাকে
দেখো উড়ছে দূরে কত রঙিন
ঘুড়ি উড়তে থাকা মিছিলে,
আর দেখছি তোমায় দু’চোখ
জুড়ে বন্দী তোমার মায়াতে
কত দূর, কত পথ একা একা ছুটে যাওয়া,
দিন শেষে পথের বাঁকে অবাক
হয়ে খুঁজে পাওয়া…তোমাকে ।
ঘুম ভেঙ্গে ওঠা ভোরের উদাস হাওয়া চোখ
মেলে তাকিয়ে,
ডানা মেলে ওড়া স্মৃতির ঘরে ফেরা তোমায়
জুড়ে হারিয়ে,
কত দূর, কত পথ একা একা ছুটে যাওয়া,
দিন শেষে পথের বাঁকে অবাক
হয়ে খুঁজে পাওয়া…তোমাকে।
অনেক অবুঝ চাওয়া তোমায়
ফিরে পাওয়া আঁধার কোথায় পালিয়ে,
মনের গহীন দ্বারে সময় কড়া নাড়ে…
আছো তুমি পাশে…
হঠাৎ এসেছিলে চোখের আলোতে
হারিয়ে ফেলেছি এক ঝলকে
তবুও তুমি ছিলে চোখের কোণে
আগলে রেখেছি বড় যতনে
ভালোবেসেছি তোমাকে প্রথম
চোখের আলোতে এসেছ যখন
ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে
ভালবাসা তো হয়না মনের বিপরীতে।
এটাই কি প্রণয়ের অনুভূতি
তাই কতটা পথ খুঁজে ফিরে এসেছি
হঠাৎ তোমার ছায়ায় আহ্বান
তাই ভুলে গেছি যা পিছুটান
ভালোবেসেছি তোমাকে প্রথম
চোখের আলোতে এসেছ যখন
ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে
ভালবাসা তো হয়না মনের বিপরীতে।
মাঝে মাঝে তোমাকে বুঝিনা কেন
তোমায় ঘিরে যে কত বেদনা
এসো না তুমি আঁধার ভুলে আলোতে
জড়িয়ে নিবো মায়ার চাদরে
ভালোবেসেছি তোমাকে প্রথম
চোখের আলোতে এসেছ যখন
ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে
ভালবাসা তো হয়না মনের বিপরীতে…
হারিয়ে ফেলেছি এক ঝলকে
তবুও তুমি ছিলে চোখের কোণে
আগলে রেখেছি বড় যতনে
ভালোবেসেছি তোমাকে প্রথম
চোখের আলোতে এসেছ যখন
ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে
ভালবাসা তো হয়না মনের বিপরীতে।
এটাই কি প্রণয়ের অনুভূতি
তাই কতটা পথ খুঁজে ফিরে এসেছি
হঠাৎ তোমার ছায়ায় আহ্বান
তাই ভুলে গেছি যা পিছুটান
ভালোবেসেছি তোমাকে প্রথম
চোখের আলোতে এসেছ যখন
ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে
ভালবাসা তো হয়না মনের বিপরীতে।
মাঝে মাঝে তোমাকে বুঝিনা কেন
তোমায় ঘিরে যে কত বেদনা
এসো না তুমি আঁধার ভুলে আলোতে
জড়িয়ে নিবো মায়ার চাদরে
ভালোবেসেছি তোমাকে প্রথম
চোখের আলোতে এসেছ যখন
ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে
ভালবাসা তো হয়না মনের বিপরীতে…
বুঝিনি এতটুকু তোমাকে
হারিয়েছিলাম স্বপ্নের ঘোরে
কতটা পথ ঘুরে এসেছি
তুমি বন্ধু আমার ছিলে পাশে
মেঘের পরে আলোর ভীড়ে
তুমি প্রথম চেয়েছিলে
বুঝিনি আমি তোমাকে দেখে
রেখেছো যে কত মায়া-প্রেম
বুঝতে দাও নি কোন আমাকে
সাজিয়েছো যা হৃদয়ে
ছাঁয়া হয়ে ছিলে পাশে
বল কি করে যাবো তোমায় রেখে…
হারিয়েছিলাম স্বপ্নের ঘোরে
কতটা পথ ঘুরে এসেছি
তুমি বন্ধু আমার ছিলে পাশে
মেঘের পরে আলোর ভীড়ে
তুমি প্রথম চেয়েছিলে
বুঝিনি আমি তোমাকে দেখে
রেখেছো যে কত মায়া-প্রেম
বুঝতে দাও নি কোন আমাকে
সাজিয়েছো যা হৃদয়ে
ছাঁয়া হয়ে ছিলে পাশে
বল কি করে যাবো তোমায় রেখে…
0 comments :
Post a Comment