...
Some Important Website
৫৩।ফাইজলামি করস?
আপনি করে ডাকবি।কাছে ঘেষার চেষ্টা করবিনা কখনো। কারণ বউছিলো পুরাই কয়লার ড্রাম।কুচকুচে কালো তার গায়ের রং।বাসরঘরে ঢুকে বিছানায় তাকিয়ে দেখি যেন ঠিক একটা কালো কুকুর বসে আছে লাল ঘোমটা দিয়ে।ঠোঁটে লাল লিপস্টিক,কপালে ঢ্যামা একটা টিপ। ওয়াক থু, কি বিচ্ছিরি সাজ।লাল কালোয় কি এক অগোছালো সাজ।বাতি বন্ধ করতেই বুঝলাম যেন একটা আধার নিয়ে শুয়ে আছি। নেহাৎ যৌনতার দায় সারা হয়েছিল সে রাতে। তারপর বিছানা থেকে তুলে দিয়েছিলাম তাকে। , যৌতুক বিরোধী ছিলাম আমরা।তাই বাবার বক্তব্য ছিলো বিনা যৌতুকে নিজের আত্মীয়ের কারো মেয়েকে পুত্রবধু করে আনবেন। তাইহল।হাজারো অনিচ্ছা স্বত্তেও বাবার...
৫২।শরীরচর্চা ছাড়া কয়েক ধরনের সবজি রয়েছে যা খেলে পেটের মেদ ঝরে যায় খুব তাড়াতাড়ি।
শরীরচর্চা ছাড়া কয়েক ধরনের সবজি রয়েছে যা খেলে পেটের মেদ ঝরে যায় খুব তাড়াতাড়ি। জেনে নিন সেই সবজি সম্পর্কে। মরিচ: মরিচে রয়েছে এমন কেমিক্যাল যা পেটের ফ্যাট গলাতে বিশেষ সাহায্য করে। ক্যাপসিকাম: ক্যাপসিকামে রয়েছে এমন উপাদান যা মেটাবলিজমের রেটকে বাড়িয়ে দেয়। পেটের চর্বি গলাতে সাহায্য করে। পেঁয়াজ: পেঁয়াজে ক্যালোরি অনেক কম থাকে। ফলে খাবারে পেঁয়াজ থাকলে তা ফ্যাট বাড়ায় না। শশা: শশা খিদে কমিয়ে দেয়। খিদে পেলে একটা শশা ও খানিকটা জল খেয়ে নিন। খিদে চলে যাবে, একইসঙ্গে শরীরের ক্ষতিকর টক্সিন দূর হয়ে যাবে। সবুজ সবজি: পালংশাক, বাধাকপি, ব্রকোলি ইত্যাদি ফ্য়াট কমাতে সাহায্য করে। ওজন কমানোর হলে এগুলি...
৫১।যে জঘণ্য কাজটি করলে আপনার ঘরে হতে পারে হিজড়া সন্তান ..
অনেক সময় দেখা যায় হিজড়া সন্তানের জন্ম হয়েছে। এর কি কোনো বিশেষ কারণ রয়েছে? অর্থাৎ কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা? চলুন জেনে নিই, হিজড়া জন্ম হওয়ার কারণ : হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেছেনঃ হিজড়ারা জীনদের সন্তান। কোন এক বাক্তি আব্বাস (রাঃ) কে প্রশ্ন করেছিলেন এটা কেমন করে হতে পারে। জবাবে তিনি বলেছিলেন “আল্লাহ্ ও রাসুল (সাঃ) নিষেধ করেছেন যে মানুষ যেন তার স্ত্রীর মাসিক স্রাব চলাকালে যৌন সংগম না করে”, সুতরাং কোন মহিলার সঙ্গে তার ঋতুস্রাব হলে শয়তান তার আগে থাকে এবং সেই শয়তান দারা ঐ মহিলা গর্ববতী হয় ও হিজড়া সন্তান প্রসব করে। (মানুষ ও জীন এর যৌথ মিলনজাত সন্তানকে ইসলাম এ বলা হয় “খুন্নাস”)।...
৫০।যে কারণে মশা শুধু আপনাকেই কামড়ায় !
আমাদের আশেপাশে অনেকেই বসে আছে, কিন্তু মশাগুলো কেন শুধু আপনাকে কামড়াচ্ছে । কেন আপনি একাই শুধু ওদের লক্ষ্য আপনাকে রক্তশূন্য করা! যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে যখন বললেন, তখন হয়তো আশপাশের কেউ হেসে বলে উঠল- ‘আরে, আপনার রক্ত মিষ্টি বলেই মশা খাচ্ছে ’ কিন্তু জেনে নিন আসল কারণটা কী ? এই বিষয়ে দুবাইয়ের অ্যাস্টার মেডিক্যাল সেন্টারের ফিজিসিয়ান ড. এস রামকুমার জানালেন এর কারণ সম্পর্কে। তিনি জানান, মশার ঘ্রাণশক্তি খুব প্রখর। আর তাই এরা মানুষের গায়ের গন্ধ ভালোভাবে শুঁকতে পারে। তা সে সুগন্ধ হোক অথবা দুর্গন্ধ। গন্ধ শুঁকেই শিকার পছন্দ করে মশা। ‘মশা পশুদের চেয়ে মানুষের গায়ে হুল ফোটাতে বেশি পছন্দ করে। এর...
৪৯।ভয়ঙ্কর এইডস ভাইরাস ঠেকানোর ওষুধ আবিস্কার করলো বাঙ্গালী বিজ্ঞানী অনিতা।
ডসের মতো একটি দুরারোগ্য ব্যাধি যে গত দু’-তিন দশক ধরে গোটা বিশ্বের ঘুম কেড়ে নিয়েছে, তার একটাই কারণ। ভাইরাস ‘এইচআইভি-পজিটিভ’ রাক্ষসের মতো বাড়ে অনেক সংখ্যায়। অত্যন্ত দ্রুত হারে, নিমেষের মধ্যেই। ডেঙ্গি, ফ্লু’র (ইনফ্লুয়েঞ্জা) চেয়ে এডস ভাইরাসের ‘মিউটেশন রেট’ অনেক বেশি বলেই এটা হয়। যার জন্য এত দিন এই মারণ ব্যাধিকে রোখার পথ খুঁজে বের করতে কালঘাম ছুটে যাচ্ছিল ভাইরাস বিশেষজ্ঞদের। অন্ধকারে এ বার কিছুটা হলেও, আলোর দেখা মিলেছে! মার্চের শেষে বিজ্ঞান জার্নাল ‘সায়েন্স’-এ বেরিয়েছে একটি সাড়া জাগানো গবেষণাপত্র। যার শিরোনাম- ‘এইচআইভি-ওয়ান ব্রডলি নিউট্রালাইজিং অ্যান্টিবডি প্রিকার্সার বি সেল্স রিভিলড...
৪৮।আপনি কি খুব বেশি ঘামেন, তাহলে জেনে নিন মুক্তির ৫ উপায়?
বর্তমানে চলছে আইপিএল-এর নবম আসর তবে এরই মঝে যেন গরমও চালিয়ে তার তীব্রাতার খেলা। বলে বলে চার, ছক্কা হাকাচ্ছেন। কুষ্টিয়াসহ সারা দেশে যেন গরম পরছে মাত্রাতিরিক্ত। একে গরম তার উপরে বাতাসে আর্দ্রতা বাড়ছে। সকলেরই ঘাম হয়। এটাই স্বাভাবিক। কিন্তু অনেকের ক্ষেত্রে বেশি ঘাম হতে দেখা যায়। এর ফলে শরীর থেকে লবন পানি কমতে থাকে। আর তা থেকে মুক্তির পাওয়ার উপায় খোঁজেন অনেকে। এই ঘাম থেকে মুক্তির ৫টি উপায় দেয়া হলো। হয়তো আপনার কাজে লাগতে পারে। ১। আঙুরে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। তাই এই গরমে নিয়মিত আঙুর খেলে আপনার শরীর ঠান্ডা থাকবে। বেশি ঘামের থেকে রেহাই পেতে পারেন। ২। আলু অনেকটাই...
৪৭।লিভার সুস্থ রাখতে এই কাজগুলো করা থেকে বিরত থাকুন।
মানবদেহের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ অঙ্গ হল লিভার। এই একটি অঙ্গ অনেকগুলো শারীরিক কাজ করে থাকে যেমন মেটাবলিজম, হজমশক্তি বৃদ্ধি, বিষাক্ত পর্দাথ দূর করা ইত্যাদি। বিভিন্ন কারণে এই গুরুত্বপূর্ণ অঙ্গটি ক্ষতিগ্রস্ত হতে পারে। সমস্যা শুরুর দিকে এর চিকিৎসা করা না হলে লিভার ফেইলিয়ারের মত ঘটনা ঘটতে পারে। লিভার ফেইলিয়ার আস্তে আস্তে শুরু হয়ে থাকে। আপনার কিছু কাজ দ্বারা এটি আরও মারাত্নক আকার ধারণ করে থাকে। লিভার সুস্থ রাখতে এই কাজগুলো করা থেকে বিরত থাকুন। * অতিরিক্ত মদ্যপান অ্যালকোহল লিভার ইনফ্লামেশন, ফ্যাটি লিভার, এমনকি লিভার সিরোসিসের প্রধান কারণ। লিভার খাবারের ভেঙে শক্তিতে রূপান্তর করে...
৪৬।যে ফোন হ্যাক করা যাবে না!
এই ফোন হ্যাক করা যাবে না, এটা ভাঙবে না এবং পানি এর কিচ্ছু করতে পারবে না!- এমনটাই দাবি টুরিং ফোনের নির্মাতাদের। এ বছরের জুলাইয়ে এই ফোনের ঘোষণা দেন নির্মাতারা। আগামী ১৮ ডিসেম্বর ফোনগুলো বাজারে ছাড়া হবে। এ খবর জানিয়েছে এনগেজেট। বিওল্ফ, ফারাওহ এবং কার্ডিনাল এই তিনটি রংয়ে পাওয়া যাবে টুরিং ফোন । ফোনগুলোতে রয়েছে ১৬ জিবি, ৬৪ জিবি এবং ১২৮ জিবি মেমোরির আলাদা সংস্করণ। দাম পড়বে ৬১০ থেকে ৮৭০ মার্কিন ডলার পর্যন্ত। সান ফ্রান্সিসকোভিত্তিক টুরিং রোবোটিক্স ইন্ডাস্ট্রিজ তৈরি করেছে এই ফোন। এই ফোনগুলোতে কোনো ইউএসবি পোর্ট এবং হেডফোন জ্যাক নেই। নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে, এই ফোন...
৪৫।সফটওয়্যার ছাড়াই পেনড্রাইভ লক করার গোপন পদ্ধতি !
ফাইল আদানপ্রদানে পেনড্রাইভের জুড়ি নেই। অনেক সময় এর মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও গোপনীয় ফাইল শেয়ার করা হয়। কিন্তু পেনড্রাইভে লক করা নিয়ে পড়তে হয় ঝামেলায়। বিশেষ করে, পাসওয়ার্ড দেয়ার জন্য সফটওয়্যার নির্বাচন নিয়ে খেই হারানোর পরিস্থিতি তৈরি হয়। অথচ, পেনড্রাইভ লক করার কাজটা সফটওয়্যার ছাড়াও করা যায়! সফটওয়্যার ছাড়া কিভাবে পেনড্রাইভে পাসওয়ার্ড দেয়া যায় তাই তুলে ধরা হলো এই টিউটোরিয়ালে- প্রথমে মাই কম্পিউটারে ঢুকে পেনড্রাইভের উপর কার্সর নিয়ে রাইট বাটনে ক্লিক করুন। এবার ক্লিক করুন Turn on BitLocker লেখা অংশে। এরপর Use a Password to unlock the drive অংশে টিক চিহ্ন বসিয়ে Type your...
৪৪।আপনার সিম' বায়োমেট্রিক নিবন্ধন হয়েছে কিনা।
আপনার সিম' বায়োমেট্রিক নিবন্ধন হয়েছে কিনা, দেখতে ,,,,,।। GP গ্রাহকরা, - SMS করুণ reg send to 4949 Airtel- *121*444# Robi- *1600*1# Banglalink- *1600*1# টেলিটক Q লিখে 1600.. সাথে সাথে জানতে পারবেন আপনার SIM টি রেজিস্ট্রেশন হয়েছে কিনা...। পোস্টটি শেয়ার করে অন্নকেও জানার সুযোগ করে দিন ...
৪৩।গনিতের শর্টকাট টেকনিক
★বর্গের সর্বমোট ৪টি সুত্র আছে।★ --------------------------------------- বর্গের অন্তর বা প্রার্থক্য দেওয়া থাকলে, বড় সংখ্যাটি নির্ণয়ের ক্ষেত্রে- # 1_টেকনিকঃবড় সংখ্যা=(বর্গের অন্তর+1)÷2 # প্রশ্নঃঃদুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর যদি 47 হয় তবে বড় সংখ্যাটি কত? # সমাধানঃ বড় সংখ্যা=(47+1)/2=24 ====================== সুত্রঃ-2)দুইটি বর্গের অন্তর বা প্রার্থক্য দেওয়া থাকলে,ছোট সংখ্যাটি নির্ণয়ের ক্ষেত্রে- # 2_টেকনিকঃছোট সংখ্যাটি= (বর্গের অন্তর -1)÷2 # প্রশ্নঃদুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 33। ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে? # সমাধানঃছোট সংখ্যাটি =(33-1)÷2=16(উঃ)...
৪২।জেন নিন জন্ডিস কি-এর লক্ষণ, চিকিৎসা এবং প্রতিরোধ।
জন্ডিস একটি কমন ও জটিল রোগ। শরীরে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলেই আমরা জন্ডিসে আক্রান্ত হই। বিলিরুবিন এমন একটা পদার্থ, যা আমাদের শরীরে রক্তচলাচল ব্যবস্থাতে প্রভাব ফেলে, ক্ষতিগ্রস্ত করে। শুধু তাই নয়, এর ফলে আমাদের চোখ এবং ত্বক স্বাভাবিক রং হারিয়ে ক্রমশ হলুদ হয়ে যায়। যেকোনো ব্যক্তি যেকোনো সময়ে জন্ডিসে আক্রান্ত হতে পারেন। এমনকি সদ্যোজাতরাও এই মারাত্মক রোগে আক্রান্ত হতে পারে। বিশেষ করে প্রি-ম্যাচিওর শিশুরা। কীভাবে বুঝতে পারবেন যে আপনি বা আপনার প্রিয়জন জন্ডিসে আক্রান্ত হয়েছেন? জেনে নিন জন্ডিসের লক্ষণ, চিকিৎসা এবং কীভাবে প্রতিরোধ করবেন- জন্ডিস সাধারণত তিন ধরনের: * প্রি হেপাটিক জন্ডিস:...
৪১।চলুন একবার দেখে আসি গ্রিনিচ বুক অব রেকর্ডসএ বাংলাদেশ।
চলুন একবার দেখে আসি গ্রিনিচ বুক অব রেকর্ডসএ বাংলাদেশ। ১) বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় ব'দ্বীপ। ২) সবচেয়ে বড় শিল পড়েছিলো ২.২পাউন্ড ওজনের, গোপালগন্জে ১৪ এপ্রিল ১৯৮৬ সালে। এই ঝড়ে ৯২ জন মারা যায়। ৩) সবচেয়ে বড় মানববন্ধন ১১ ডিসেম্বর ২০০৪ সালে। ৫০ লাখ লোক নিয়ে আওয়ামী লীগ ৬৫২ মাইল লম্বা এ মানব বন্ধন করেছিলো টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ ৪) বগুড়ার মোহাম্মদ রজব আলী। উনার নাতি নাতনীর সংখ্যা ৫ শতাধিক। ১১৫ বছর বয়সে তিনি মারা যান । গ্রিনেস বুকে তার নাম সুপার গ্রান্ড ফাদার হিসেবে উল্লেখ করা আছে। ৫) জোবেরা রহমান লীনু জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ১৬ বার জিতে সবচেয়ে...
৪০।এবার, আপনার Block sim (ব্লক সিম) নিজেই উদ্ধার করুন?
কখনো কখনো আমাদের অজানতেই আমাদের Sim card (সিম কার্ড) টি ব্লক করে ফেলি তাই যারা ব্লক সিমটি খুলতে পারছেন না? তারা নিচের পদ্ধতিটা ফলো করুন? করনীয়ঃ (Password) চায় কোন সমস্যা নেই, আপনি নিজেই আপনার Sim card টি Block remove korte পারবেন?? প্রথমেঃ *2767*2878# ডায়াল করেন আপনার ফোনটি ( Restart ) হবে, এবার,ফোনটি চালু হওয়ার সাথে সাথে ( Password ) চাইবে আপনি যেকোনো 4 (চারটি) সংখা দেবেন । যতবার চাবে আপনি ঐ একই সংখা দেবেন । এবার ( Password ) চাইলে যেকোন 4 (চারটি) সংখা দেবেন ।। যদি ঐ কোডটি দিয়ে কাজ না করে তাহলে *2767*3855# এই কোডটি দিয়ে ট্রাই করুন ।। »»বিদ্রতঃ«« ...
৩৯।কম্পিউটারের পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন ? আসুন দেখাই কিভাবে পাসওয়ার্ড হ্যাক করবেন।
কম্পিউটারের পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন ? আসুন দেখাই কিভাবে পাসওয়ার্ড হ্যাক করবেন। কম্পিউটার পাসওয়ার্ড ভুলে গেলে হ্যাক করুন খুব সহজেই। ধাপ সমূহঃ ১। কম্পিউটার স্টার্ট করুন ২। কম্পিউটার এর login স্ক্রীন আসবে। ৩। এক সাথে কীবোর্ড এর ctr+alt+delete এইটা চাপ দিলে একটা নতুন উইন্ডো শো করবে । ৪। এখানে একটা USER BOX আরেকটা PASSWORD BOX দেখা যাবে। ৫। এখানে আপনি লিখবেন USER BOX এ administrator এবং PASSWORD BOX টা খালি রাখবেন। ৬। এবার OK দিন। ৭। এখন User Accout এইখানে আপনি সকল user দের দেখবেন এখন আপনি চাইলেই user এর password remove করতে পারবেন! দয়া করে কারো ক্ষতির জন্য...
৩৮।Youtube এ চ্যানেল তৈরী করে ভিডিও আপলোড এর মাধ্যমে কিভাবে আয় করবেন।
প্রথমেই একটি সুন্দর নাম নির্বাচন করুন নামটাই খুব গুরুত্বপূর্ন। তাই প্রথমেই এমন একটি নাম চিন্তা করুন যা এর আগে কেউ ব্যবহার করেনি। নামটি আপনি যে কোন বিষয়ের উপর নিতে পারেন, সেটা হতে পারে রান্না বিষয়ক, গেমস নিয়ে, বই নিয়ে বা যে কোন বিষয়। কিন্তু সাবধান একবার যদি আপনি আপনার চ্যানেলের নাম ঠিক করে ফেলেন তাহলে তা আর কখনো পরিবর্তন করতে পারবেন না। দরকার হলে অনেক সময় নিয়ে চিন্তা করুন, ভাবুন তারপর ঠিক করুন আপনার ইউটিউব চ্যানেলের নাম। তবে নামটি অবশ্যই এমন একটি নাম দিবেন যাতে আপনার চ্যানেলের নাম খুব সহজে মনে রাখা যায়। ভুল করেও কখনো সংখ্যা দিয়ে নাম ব্যাবহার করবেন না। এই সাইটে...