Some Important Website

বাংলা প্রয়োজনীয় ওয়েবসাইট সমুহ

Monday, September 12, 2016

৪১।চলুন একবার দেখে আসি গ্রিনিচ বুক অব রেকর্ডসএ বাংলাদেশ।

চলুন একবার দেখে আসি গ্রিনিচ বুক অব রেকর্ডসএ বাংলাদেশ।

১) বাংলাদেশ
পৃথিবীর সবচেয়ে বড়
ব'দ্বীপ।

২) সবচেয়ে বড় শিল
পড়েছিলো ২.২পাউন্ড
ওজনের,
গোপালগন্জে ১৪
এপ্রিল ১৯৮৬
সালে। এই ঝড়ে ৯২ জন
মারা যায়।
৩) সবচেয়ে বড় মানববন্ধন
১১ ডিসেম্বর ২০০৪
সালে। ৫০ লাখ লোক
নিয়ে আওয়ামী লীগ
৬৫২ মাইল লম্বা এ মানব
বন্ধন
করেছিলো টেকনাফ
থেকে তেতুলিয়া পর্যন্
৪) বগুড়ার মোহাম্মদ রজব
আলী। উনার
নাতি নাতনীর
সংখ্যা ৫ শতাধিক। ১১৫
বছর
বয়সে তিনি মারা যান
। গ্রিনেস বুকে তার
নাম সুপার গ্রান্ড
ফাদার
হিসেবে উল্লেখ
করা আছে।
৫) জোবেরা রহমান
লীনু জাতীয় টেবিল
টেনিস
চ্যাম্পিয়নশিপে ১৬
বার
জিতে সবচেয়ে বেশিব
চ্যাম্পিয়ন
হিসেবে নাম
লিখিয়েছেন গ্রিনেস
বুকে!
৬) সবচেয়ে কম
বয়সী বিবাহিত
দম্পতি। ১৯৮৬
সালে আমিনপুর,
পাবনাতে দু
পরিবারের দ্বন্দ
মেটাতে ১১ মাসের
এক ছেলের সাথে ৩
মাসের এক মেয়ের
বিয়ে দেয়া হয়!
৭) প্যারেড
গ্রাউন্ডে সৃষ্টি হলো ম
রেকর্ড; অংশ নিল ২৭
হাজার ১১৭ জন।
বিশ্বের সবচেয়ে বড়
মানব
পতাকা তৈরি করে গি
বুকে নাম
লেখালো বাংলাদেশ
৮) ১৬ ডিসেম্বর
বাংলাদেশের ৪৩তম
বিজয় দিবসে ৩ লাখের
বেশি বাঙালি এক
সময়ে একসঙ্গে গাইলেন
তাদের প্রাণের
জাতীয় সংগীত। আরও
একটি বিশ্ব রেকর্ড
গড়লো বাংলাদেশ।
,
মনে না থাকলে সেয়ার করে রাখতে পারেন
Share this article :

0 comments :

Contact Form

Name

Email *

Message *

 

About Author

Recent Comments