বর্তমানে ফেসবুক সারা পৃথীবির ইন্টারনেট ব্যাবহারকারীদের জন্য অন্ন বস্ত্রের মত প্রাত্যহিক চাহিদায় পরিনত হয়েছে। আপনি হয়তো অনেক কিছুই জানেন না যা কিনা ফেসবুকের দুনিয়ায় রীতিমত অবাক করা বিষয় হয়ে আছে। তাহলে এবার বিস্ময়কর ফ্যাক্ট গুলো জেনে নেই।
১। প্রতিদিন প্রায় ৬ লক্ষ লোক ফেসবুকে বিভিন্ন ইউজারের একাউন্ট হ্যাক করার চেষ্টা করে।
২। আপনি চাইলে ফেসবুকে 'pirate' অর্থাত জলদস্যু নামক ভাষা ব্যাবহার করতে পারবেন।
৩। আমেরিকান ফেসবুক ইউজাররা প্রতিদিন গড়ে ৪০ মিনিট সময় কাটায় ফেসবুকে।
৪। ফেসবুকের প্রথম ইউজার হচ্ছেন আল পাসিনো।
৫। স্মার্টফোন ব্যাবহারকারীরা গড়ে ১৪ বার ফেসবুকে প্রবেশ করে।
৬। ফ্রেন্ড কে আনফ্রেন্ড করার কারনে কিছু মানুষকে খুন পর্যন্ত হতে হয়েছে।
৭। আপনি কোন সাইটে প্রবেশ করছেন কিংবা সাইন আউট করছেন কিনা সেটাও ফেসবুক ট্র্যাক করে ফেলতে পারে।
৮। এক জরীপে দেখা যায়, ৩ জনের মধ্যে ১ জন ইউজার ফেসবুক নিয়ে অসন্তুষ্ট।
৯। ফেসবুকের থীম হচ্ছে নীল। কারন মার্ক জুকারবার্গ লাল-সবুজ কালার ব্লাইন্ড।
১০। ফেসবুকে ৩০ মিলিয়ন মৃত লোকের ইউজার একাউন্ট আছে।
১১। চীনে ২০০৯ সাল থেকে ফেসবুক, টুইটার, নিউইয়র্ক টাইমস নিষিদ্ধ।
১২। ২০১১ সালে আমেরিকার এক তৃতীয়াংশ ডিভোর্সের কারন ফেসবুক।
১৩। আপনি শত চেষ্টা করলেও ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ কে ব্লক করতে পারবেন না।
১৪। প্রতেক আমেরিকান ইউজারের কাছ থেকে গড়ে ৫.৮৫ ডলার আয় করেছে ফেসবুক।
১৫। পৃথীবির সবচেয়ে বেশি ফেসবুক ইউজার হচ্ছে আমেরিকান।
১৬। এক ফেসবুক আসক্ত ব্লগার একজন মহিলা ভাড়া করেছেন তাকে ততবার চড় মারার জন্য যতবার সে ফেসবুকে লগিন করবে।
১৭। ব্রিটেনে এক মহিলাকে ২০ বছরের কারাদন্ড দেওয়া হয়েছিলো। কারন তিনি ফেইক একাউন্ট খুলে নিজেই নিজেকে খারাপ খারাপ ভাষায় মেসেজ করতেন।
১৮। ৮.৭ শতাংশ ফেসবুক ইউজার ই ফেইক।
১৯। প্রতি মিনিটে গড়ে ১.৮ মিলিয়ন লাইক পড়ে ফেসবুকে।
২০। মার্ক জাকার বার্গ ফেসবুকের সি ই ও হিসেবে মাসে বেতন নেন মাত্র ১ ডলার বা প্রায় ৮০ টাকা।
২১। ২০১৪ সালে মিনেসোটা তে এক চোর ধরা পড়েছিলো, কারন সে যেখানে চুরি করতে গিয়েছিলো সেখানকার পিসি তে সে ফেসবুক একাউন্ট লগ ইন করে লগ আউট করতে ভুলে যায়। ফলে চোরকে চিহ্নিত করা গেলো।
২২। ফেসবুক একটি ফিচার তৈরী করেছে, মৃত্যুর পর ইউজারের একাউন্ট কোন ব্যাক্তি ব্যাবহার করবেন সে উদ্দেশ্যে।
0 comments :
Post a Comment